সাব্বির কেন দলে, জবাব দিলেন মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৮:৩৮ পিএম
সাব্বির কেন দলে, জবাব দিলেন মাহমুদউল্লাহ

ফাইল ছবি

ঢাকা: ঢাকা টেস্ট আড়াই দিনে হেরে লজ্জায় অধোবদন হয়েছে বাংলাদেশ। হারের ব্যবধানটাও ছোট নয়, ২১৫ রানে। বাংলাদেশের স্পিন ট্র্যাক বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার যে পরিকল্পনা ছিল সেটি বুমেরাং হয়েছে। শেরেবাংলার  ২২ গজে দুই ইনিংসেই ব্যাটসম্যানরা খাবি খেয়েছে। তারপরও তো শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা এই উইকেটে রান করেছে। দুই ইনিংসে তাদের স্কোর বড় না হলেও দুটিতে দুই শ’র গন্ডি পেরিয়েছে। বাংলাদেশ সেটিও পারেনি। ১১০ ও ১২৩-এই হলো মিরপুরে বাংলাদেশের দুটি ইনিংস।

চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮ রানেই অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় ইনিংসটিতে ৫৩ বল খেলে ৮ রান করে ড্র করতে ভুমিকা রেখেছিলেন তিনি। তাঁকে হুট করেই ঢাকা টেস্টে বাদ দিয়ে খেলানো হলো সাব্বির রহমানকে। যিনি দুই ইনিংস মিলিয়ে মোটে রান করেছেন ১। বল খেলেছেন ৫টি। শূন্য মেরেছেন এক ইনিংসে। ফর্মহীন সাব্বিরকে কেন দলে নেওয়া এর ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ঢাকা টেস্টের আগে বলেছিলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে ওকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ওর তো অনুশীলনও দরকার। তাকে যদি কোথাও না রাখি, তাহলে তো অনুশীলনের সুবিধাও পাবে না।’

ফর্ম হারিয়ে ধুকতে থাকা সাব্বিরকে কেন দলে নেওয়া হলো শনিবার ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহকেও এর উত্তর দিতে হলো, ‘সাব্বিরকে দলে নেয়ার মূল কারণ ছিল সে স্পিন ভালো খেলে। সুইপ রিভার্স সুইপ ভালো খেলে। এই উইকেটে আক্রমণাত্মক মেজাজে না খেললে সম্ভাবনা অনেক কমে যায়। এই ইনিংসে মুমিনুলের ইনিংসটা দেখেন ৪৭ বলে ৩৩ করেছে। ইতিবাচক লক্ষ্যে না খেললে খুব কঠিন।’

সাব্বির আক্রমণাত্মক খেলবেন কোথায়, তিনি তো দুই ইনিংস মিলে খেলেছেনই পাঁচ বল! সাব্বির নিজেই প্রমাণ করে দিলেন আর যাই হোক তাকে দিয়ে টেস্ট হবে না!

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!