কোহলি আসলে সৌরভের উন্নততর সংস্করণ মন্তব্য শেবাগের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৫:৫৮ পিএম
কোহলি আসলে সৌরভের উন্নততর সংস্করণ মন্তব্য শেবাগের

ফাইল ফটো

ঢাকা: ভারতকে নেতৃত্ব দেয়ার পর থেকেই বিরাট কোহলির মধ্যে অনেকে সৌরভ গাঙ্গুলীর ছায়া দেখেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার কোহলিকে সৌরভের উন্নততর সংস্করণ বললেন বিরেন্দ্র শেবাগ।

এক প্রশ্নের উত্তরে ইন্ডিয়া টিভিকে শেবাগ বলেন, ‘অধিনায়ক সৌরভের আগ্রাসনের সঙ্গে বিরাটের এই আগ্রাসনের তুলনা করা যায়। আসলে সৌরভ গাঙ্গুলীর উন্নততর সংস্করণ হল বিরাট। সৌরভের নেতৃত্বে আমরা বিদেশের মাটিতে বহু স্মরণীয় সিরিজ জিতেছি। সেই ধারাবাহিকতাকেই বজায় রাখছে বিরাট।’

অধিনায়ক কোহলির আরো প্রশংসা করে শেবাগ বলেছেন, ‘সিরিজ জয়ের নিরিখে অবশ্যই সেরা অধিনায়ক বিরাট। শেষ যে আটটা সিরিজ ভারত জিতেছে আমরা যদি সেগুলোর দিকে নজর দিই, তা হলে দেখা যাবে অধিনায়ক হিসেবে কতটা সফল বিরাট। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি ওর সঙ্গে সাবেক অধিনায়কদের তুলনা করাটা ঠিক হবে না। সেরা অধিনায়কদের তালিকায় ঢুকতে ওর আরো সময় এবং অভিজ্ঞতা প্রয়োজন।’

অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটসম্যান কোহলিরও প্রশংসা করেন শেবাগ। কুলদীপ-চাহালদের পাশাপাশি তিনিই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তাও জানিয়ে দেন সাবেক ভারতীয় ওপেনার।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Link copied!