হাথুরুর সঙ্গে একমত মাহমুদউল্লাহও

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৬:৩০ পিএম
হাথুরুর সঙ্গে একমত মাহমুদউল্লাহও

ফাইল ছবি

ঢাকা: শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে তাঁর জানাশোনার গভীরতাই দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে। রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে হাথুরু  জানিয়ে গেলেন, বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ভালো ফলের ব্যাপারে তার জানাশোনাও দারুনভাবে কাজে লেগেছে।

হাথুরু চলে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদউল্লাহ। তিনিও হাথুরুর সঙ্গে একমত পোষন করেছেন মাহমুদউল্লাহর ভাষায়, ‘সাম্প্রতিক সময়ে উনি (চন্ডিকা হাথুরুসিংহে) আমাদের সঙ্গে ছিলেন। আমাদের খুঁটিনাটি সবকিছু সম্পর্কে ভালো জানেন। কন্ডিশন আর এখানকার আবহ সবকিছুর বিষয়েই উনার ভালো ধারণা ছিল। আমাদের সম্পর্কে জানাশোনার তথ্যগুলো অবশ্যই কাজে লাগার কথা।’

এর পাশাপাশি মাহমুদউল্লাহ বাংলাদেশের ব্যর্থতাকেও বড় করে দেখছেন, ‘আমি বিশ্বাস করি, উনি উঁচু মানের কোচ। তার সামর্থ্য আছে আমাদের সম্পর্কে ধারণাগুলো কাজে লাগানোর। তবে আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারতাম, হয়তো জিনিসগুলো অত মূল বিবেচ্য বিষয় হতো না। আমরা নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারলে হয়তো ফলটা আমাদের ঘরেই থাকত।’

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!