মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে মানববন্ধন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ১০:০৪ পিএম
মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরাতে মানববন্ধন

ঢাকা: দেশের ক্রীড়াঙ্গণের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়না। কারণ নামটা যে সবারই জানা। হাঁ তিনই মাশরাফি বিন মুর্তাজা। যিনি সাদা পোশাকের টেস্ট খেলা থেকে আগেই নিজেকে গুটিয়ে রেখেছেন। গত বছর সংক্ষিপ্ত সংস্করণের টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। খুব সম্ভবত আগামী বিশ্বকাপ পর্যন্তই খেলবেন। এটি ভাবতেই বুকের ভিতরটা হু হু করে উঠে।  

মাশরাফির মতো একজন ক্রিকেটার কোথায় পাবো? মাশরাফির মতো একজন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক কি আর পাবে বাংলাদেশ? একজন অধিনায়ককে মাঠের বাইরেও সর্বজন শ্রদ্ধেয় হতে হয়। সেই জায়গায় মাশরাফি সবার চেয়ে এগিয়ে। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার যার বিরুদ্ধে কোনদিন ডিসিপ্লিন ভাঙার অভিযোগ উঠে নাই, একটা বিতর্ক হয়নি তাকে নিয়ে। মাশরাফির তুলনা কেবল মাশরাফি নিজেই।

লাল সবুজের ক্রিকেটে সব ফরম্যাটে মাশরাফিকে বড্ড প্রয়োজন। তার ভক্তরা তাই মনেপ্রানে সেটাই চায়। আর তাইতো অবসর ভেঙে মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরার আহবান জানিয়েছেন পটুয়াখালী জেলা ক্রিকেটভক্তরা। সেই দাবি নিয়ে মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করলেন জেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা মাশরাফিকে ২০ ওভারের ম্যাচে ফেরার আহবান জানিয়েছেন।  

মানববন্ধনে বক্তারা বলেন, মাশরাফির অভাব অপূরণীয়। বাংলাদেশের টি-টোয়েন্টি দলে তাকে একান্ত প্রয়োজন। সম্প্রতি নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ দলের পরাজয়ের বিষয় উল্লেখ করে তারা বলেন, মাশরাফি থাকলে বাংলাদেশের বোলিং আরও ভালো হতো।

মানববন্ধনে পটুয়াখালী সরকারি কলেজ, পলিটেকনিক কলেজ, এ কে এম কলেজ, সরকারি জুবিলী স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!