ফুটবল খেলতে গিয়ে চোট, ছিটকে গেলেন মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৮, ১০:৪০ পিএম
ফুটবল খেলতে গিয়ে চোট, ছিটকে গেলেন মুশফিক

ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। মঙ্গলবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পঞ্চম রাউন্ড। তাঁর আগে মুশফিকুর রহীমের চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দলটিকে। মুশফিককে বাইরে থাকতে হবে অন্তত তিন সপ্তাহ। এছাড়া মিডল অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে পাচ্ছে না উত্তরাঞ্চল।

বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষ করেছিলেন সেঞ্চুরির আনন্দ নিয়ে। পরদিন সকালেই সেই আনন্দ মাটি হয়ে গেল, গা গরমের ফুটবল খেলতে গিয়ে বাঁ অ্যাঙ্কেলে চোট পান মুশফিক। খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিন ব্যাটিং করলেও বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের দুঃসংবাদ, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।

চোটের কারণে চতুর্থ রাউন্ড শুরুর আগেই মাঠের বাইরে উত্তরাঞ্চলের আরেক তারকা ব্যাটসম্যান নাসির হোসেন। মুশফিকের মতো নাসিরও চোট পেয়েছেন ফুটবল খেলতে গিয়ে।  ছয় মাসের আগে ফেরা হচ্ছে না নাসিরের। চতুর্থ রাউন্ডে খেলতে খেলতেই অসুস্থ হয়ে পড়েন উত্তরাঞ্চলের নিয়মিত অধিনায়ক নাঈম ইসলাম।  চিকেন পক্সে আক্রান্ত তিনি।

মিরপুরে পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন জহুরুল ইসলাম। মুশফিক, নাসির ও নাঈমকে হারিয়ে চিন্তায় পড়েছেন তিনি। সেটি তাঁর কথাতেই ধরা পড়ল, ‘চোটের কারণে মুশফিক, নাসির, নাঈম তিনজনকে একসঙ্গে পাচ্ছি না। মিডল অর্ডার নিয়ে একটু চিন্তা থেকে গেল।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Link copied!