গ্রেগের ‘বিস্ফোরক’ মেইলের কথা সৌরভকে জানিয়েছিলেন শেবাগ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৮, ০৮:৩৩ পিএম
গ্রেগের ‘বিস্ফোরক’ মেইলের কথা সৌরভকে জানিয়েছিলেন শেবাগ

ফাইল ছবি

ঢাকা: গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ থাকার সময় বিতর্ক তুঙ্গে উঠেছিল। তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে সরাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিস্ফোরক ইমেইল করেছিলেন গ্রেগ। অস্ট্রেলিয়ান কোচ যে এরকম কোনও বিস্ফোরক ইমেইল বোর্ডকে করেছেন তা প্রথম জানতে পেরেছিলেন বিরেন্দ্র শেবাগ।

একটি বই প্রকাশ অনুষ্ঠানে শুক্রবার এমনই কথা জানিয়েছেন ভারতের সাবেক বিধ্বংসি ওপেনার। শেবাগের কথায়, ‘২০০৫ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল দল। একটি ম্যাচে ফিল্ডিংয়ের সময় ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছিলাম। আমার পেট খারাপ হয়েছিল। আম্পায়ারকে জানিয়ে ৫ ওভারের জন্য মাঠের বাইরে যাই। ড্রেসিংরুমে এসে গ্রেগের পাশেই বসেছিলাম। তখনই দেখেছিলাম গ্রেগ বোর্ডকে মেইল করছে। বিষয়টা যে বেশ গুরুতর তা সৌরভকে জানিয়েছিলাম।’

২০০৫ সালের মে মাসে ভারতীয় দলের কোচ হয়েছিলেন গ্রেগ। সে সময় ভারতীয় ক্রিকেটে বিতর্ক ছিল নিত্যসঙ্গী। কোনও ক্রিকেটারই গ্রেগের ওপর সন্তুষ্ট ছিলেন না। শচীন টেন্ডুলকার তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল।’ জহির খানও একাধিকবার গ্রেগের সমালোচনা করেছেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!