শেবাগ বললেন ২ কোটির গেইল ফেরত দিয়েছে ১০ কোটি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ০৬:৪০ পিএম
শেবাগ বললেন ২ কোটির গেইল ফেরত দিয়েছে ১০ কোটি

ফাইল ছবি

ঢাকা: টানা তিন ম্যাচে তাঁর রান ৬৩, ১০৪* ও ৬২*। অথচ এই ক্রিস গেইলকে বেঙ্গালুরুর নিলামে কেউ কিনতে চাইছিল না। সেই গেইলকে তাঁর বেস প্রাইস ২ কোটি রুপিতে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। দলটিকে গেইলকে কেনার পরামর্শ দিয়েছিলেন মেন্টর বিরেন্দ্র শেবাগ। তিনি যে গেইলকে কিনে ভুল করেননি সেটি তো এখন স্পষ্ট।

ভারতের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেছেন, ‘ভুলে যাবেন না, ওর বয়স ৩৯। সব ম্যাচ খেলানো যে হবে না, এটা ক্রিস নিজেও জানত। আমরা চেয়েছিলাম, ওর খেলার খিদেটা একটু বাড়ুক। দুটি ম্যাচের পর ওকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বললাম যে, তোমাকে দুটি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। কাজে লাগাও। ২ কোটি টাকার চুক্তি ওর সঙ্গে। কিন্তু, এখনই আমাদের ফ্রাঞ্চাইজিকে ১০ কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। একটু আগে বলছিলাম, যে কোনও পরিবেশে ওর মিশে যাওয়ার ক্ষমতা। মার্কেটিং ডিপার্টমেন্টের লোকজনেরা ওকে নিয়ে এত খুশি যে, তা বলে বোঝাতে পারব না। বড় ক্রিকেটারদের ব্যবহার করার রসায়ন আলাদা। মেন্টর হিসেবে আমি শুধু ওকে ওর ভাল খেলার ইচ্ছার সলতেটাকে উসকে দিয়েছি।’

গেইলকে এমন ধারাবাহিকভাবে ব্যাট করতে খুব একটা দেখা যায় না। এখানে কি শেবাগের ভুমিকা কতটা? ভারতের সাবেক ওপেনার বললেন,‘ আমার কোনও ভূমিকাই নেই। ব্যাট করছে ক্রিস, সেখানে আমি কোথা থেকে আসছি? বাতিল করে দিয়েছিল সব ফ্রাঞ্চাইজি। আমাদের প্রীতি জিনতা এবং নেস ওয়াদিয়াকে কৃতিত্ব দিতে হবে, ওকে শেষ মুহূর্তে সই করানোর জন্য।’ এরপর যোগ করেন,‘‌ আমি হলাম কিংস ইলেভেন পাঞ্জাবের ডিরেক্টর অব ক্রিকেট। ক্ষমতা সীমিত। প্রস্তাব দিতে পারি। কিন্তু নেওয়া–না নেওয়ার ব্যাপারটা পুরোপুরি মালিকপক্ষের হাতে। আমি শুধু বলেছিলাম, কম টাকায় পাওয়া যাচ্ছে যখন, তখন ক্রিসকে তুলে নেওয়া উচিত।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!