স্পেনের নতুন কোচ ফার্নান্দো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০৯:৪৬ পিএম
স্পেনের নতুন কোচ ফার্নান্দো

ঢাকা: হুলেন লোপেতেগুইকে ছেঁটে ফেলার পর এক ঘণ্টাও হয়নি। এর মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করল স্পেন ফুটবল ফেডারেশন। তিনি ফার্নান্দো হিরো। লোপেতেগুইয়ের জায়গায় তাঁকে মুহূর্তের মধ্যেই বেছে নিলেন স্প্যানিশ ফুটবল কর্তারা।

মঙ্গলবারই (১২ জুন) লোপেতেগুইয়ের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা জানা গিয়েছিল। বিশ্বকাপ শুরুর দুদিন আগে লোপেতেগুইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফেডারেশন। পরের দিনই জরুরি সভা করে তাঁকে ছেঁটে নতুন কোচের নাম ঘোষণা করে দেয়া হলো।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে স্পেন ফুটবলারদের জন্য এটা একটা বড় ধাক্কা। ফার্নান্দোকে দলের প্রধান কোচ করার পরই স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, ‘রাশিয়া বিশ্বকাপে স্পেন দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হলো ফার্নান্দো হিরোর হাতে।’

৫০ বছরের ফার্নান্দোর একমাত্র কোচিং অভিজ্ঞতা বলতে স্পেনের ক্লাব ওভেইদোর জন্য একটা মৌসুমে কাজ করা। এই বার্তা টুইট করেও জানিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Link copied!