যুক্তরাষ্ট্রের ভয়ে ইরান দলকে বুট দেবে না নাইকি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০১৮, ১০:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের ভয়ে ইরান দলকে বুট দেবে না নাইকি

ঢাকা: বলা হয়ে থাকে খেলাধুলা রাজনীতির বাইরে। কিন্তু এখন দেখা যাচ্ছে, খেলাও রাজনীতির বাইরে না। তা না হলে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকি কেন ইরান ফুটবল দলকে বুট সরবরাহ করবে না। যা খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে নাইকি ইরানকে বুট সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। এতে বিশ্বকাপে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ইরান।

গত মাসে ইরানের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি প্রত্যাহার করে আমেরিকা। এরপরই  ইরানকে সব রকম আর্থিক সহায়তা বন্ধ করে দেয় আমেরিকা। এর পরিপ্রেক্ষিতেই নাইকির এই সিদ্ধাম্ত। এক বিবৃতিতে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি হিসেবে আমরা আর ইরানের ফুটবল দলকে জুতোর জোগান দিতে পারি না।’

কিন্তু নাইকির সিদ্ধান্ত মানতে পারছে না ইরান ফুটবল দল। দলের কোচ কার্লোস কুইরোজ বলেছেন, ‘ফুটবলাররা ওদের ক্রীড়া সরঞ্জামের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল। এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামার কয়েক দিন আগে সেই অভ্যাস পাল্টাতে বাধ্য করা ঠিক নয়। ফিফাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!