রানের বন্যা বয়ে দিয়ে অবশেষে সুযোগ পেলেন তুষার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ১২:১৫ এএম
রানের বন্যা বয়ে দিয়ে অবশেষে সুযোগ পেলেন তুষার

ফাইল ছবি

ঢাকা: ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা বয়ে দিয়েছেন। রান করাটা তাঁর কাছে ডালভাত। তারপরও জাতীয় দল বা ‘এ’ দলে সুযোগ মিলছিল না তুষার ইমরানের। এ নিয়ে তাঁকে আক্ষেপও করতে দেখা গেছে। অবশেষে তুষারের আক্ষেপ ফুরাল। তাঁকে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দলে।

সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) ৯০.৬২ গড়ে ৩ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে তুষার করেছেন ৭২৫ রান।

তিনটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে আসছে আগামী ২৩ জুন। শ্রীলঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল অনুশীলন শুরু করবে ২২ জুন। জাতীয় দলে যেসব খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছেন বা কড়া নাড়ছেন তাদের সুযোগ দেওয়া হয়েছে ‘এ’ দলে।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম, আবু হায়দার ও মোসাদ্দেক হোসেন।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!