সালাহকে রুখতে রাশিয়ার ছক তৈরি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০৪:৩৪ পিএম
সালাহকে রুখতে রাশিয়ার ছক তৈরি

ঢাকা : বিশ্বকাপের স্বাগতিক তারা। লক্ষ্য নক আউট পর্ব নিশ্চিত করা। সে লক্ষ্যে সৌদি আরবকে ৫-০ গোলে অনেকটাই এগিয়ে গেছে রাশিয়া। এবার সামনে মিশর। রাত ১২টায় তাদের মুখোমুখি হবে রাশিয়া। যদিও সালাহ থাকছেন কি না কেউ জানে না।  মিশর দলের ডাক্তার জানাচ্ছেন, তাঁদের সেরা অস্ত্র এখন মাঠে নেমে নব্বই মিনিট খেলার মতো সুস্থ।

কিন্তু তাঁর কথা কেউ বিশ্বাস করছেন না। কারণ মিশরের প্রথম ম্যাচের আগেও বলা হয়েছিল সালাহ খেলবেন। আসলে খেলেননি।

মঙ্গলবার খেলাটা সেন্ট পিটার্সবার্গে। সালাহ খেলা মানেই বিপদ। কিন্তু রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেসভ বলছেন, ‘‘জানি, ওর বিরুদ্ধে কীভাবে খেলতে হবে। আমরা সালাহকে আটকে দিতে তৈরি। আটকাবও।’

চেরচেসভের ফুটবলাররা প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ হারিয়ে ব্যাপক হইচই ফেলেছেন রাশিয়ায়। তৈরি হয়েছে প্রত্যাশা। মিশর, উরুগুয়ের বিরুদ্ধে জয় বা নিদেনপক্ষে ড্র হলে তাদের নকআউটের রাস্তা প্রশস্ত হবে।

রাশিয়ার খুশি-অখুশি থাকা অনেকটাই নির্ভর করছে যাঁর ওপর সেই সালাহকে নিয়ে ম্যাচের আগের দিন মিশরের ম্যানেজার ইহাব লেহতার কথা, ‘সালাহ তো দলের সঙ্গে ভালো ভাবেই অনুশীলন করছে। দলের টেকনিক্যাল কর্মীরা আমাদের জানিয়েছেন, রাশিয়া ম্যাচ খেলার জন্য ও পুরোপুরি তৈরিও।’ সঙ্গে যোগ করেছেন, ‘দল সংকটজনক অবস্থায়। রাশিয়াকে হারাতেই হবে। এমন সংকটে মোহাম্মদকেই ( সালাহ) তো দরকার।’

এদিকে, সৌদিকে পাঁচ গোল দেওয়ার পরে রাশিয়া এতটাই আলোড়িত যে তাদের বিশ্বকাপ দলের অনুশীলনে সোমবার সারাক্ষণ হাজির থাকলেন রুশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ভিতালি মুকতো। মুকতোর মাথাব্যথার কারণ আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দলটার জন্য খরচ করেছেন বিস্তর । অন্তত প্রথম রাউন্ডের বাধা টপকাতে তাই রুশরা মরিয়া। মরিয়া ভাব প্রথম ম্যাচে জোড়া গোল করে নায়ক দিনিস চেরিশেভের কথাতেও, ‘প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছি ভাল কিছু করতে চাই।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!