প্রথমার্ধে স্পেন-মরক্কো সমান সমান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০১৮, ০১:১০ এএম
প্রথমার্ধে স্পেন-মরক্কো সমান সমান

ঢাকা: ‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে মরক্কোর। তাই গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে জিতলেই নক-আউট নিশ্চিত হবে ইউরোপ সেরা স্পেনের। এমন সমীকরণ সামনে রেখে মাঠে মরক্কোর বিপক্ষে মাটে নামে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়ার কালিনিনগ্রাদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের প্রথমার্ধ শেষে সমান সমান অবস্থায় দুই দল।  

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় স্পেন। ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল খেয়ে বসে তারা। মরক্কোর পক্ষে গোল করেন খালিদ বুয়াতিব। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের হাসি। ৫ মিনিট পরেই সমতায় ফেরে স্পেন। স্পেনের হয়ে ১৯ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান ইস্কো।

এদিন একাদশে একটি পরিবর্তন এনেছেন স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো। লুকাস ভাসকুয়েজের পরিবর্তে একাদশে রেখেছেন থিয়াগোকে। অন্যদিকে, স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো কোচ হার্ভ রেনার্ড জানিয়েছেন, স্পেনকে হারাতে চান তারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!