সিধুর মাথা কাটতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৮, ০৭:১৮ পিএম
সিধুর মাথা কাটতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার!

ফাইল ছবি

ঢাকা: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে রোষের মুখে পড়েছেন সাবেক ভারত ওপেনার নভজ্যোৎ সিং সিধু। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজেপি সিধুর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে। দলটির বক্তব্য, দেশের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে যোগ না দিয়ে ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠান সিধুর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল?

উত্তরপ্রদেশের আরোহার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা আফতাব আদবানি সিধুকে ফাঁসিতে ঝোলানোর দাবিও তুলেছেন। ভারতের সাবেক ওপেনারকে তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ বলেও আখ্যা দিয়েছেন।

পিছিয়ে নেই আগ্রা শাখার রাষ্ট্রীয় বজরং দলও। তারা আবার সিধুর মাথা কাটার কথা ঘোষণা করেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।  
সেই ভিডিওতে আগ্রা শাখার রাষ্ট্রীয় বজরং দলের প্রেসিডেন্ট সঞ্জয় জাঠ জানিয়েছেন, সিধুর মাথা কেটে যিনি আনতে পারবেন, সংশ্লিষ্ট সেই ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তাঁর কথায়, ‘শত্রু দেশের আর্মি জেনারেলের সঙ্গে সিধু আলিঙ্গন করেছেন। দেশের জওয়ানদের মৃত্যুর জন্য দায়ী পাকিস্তান।’

শত্রু দেশের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সিধু অন্যায় করেছেন বলে মনে করেন সঞ্জয়। বিষয়টা মেনে নিতে না পারায় সাবেক ভারতীয় ক্রিকেটারের মাথা কেটে নেওয়ার কথাও বলেছেন তিনি।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!