ইউনিস খান-কোহলিদের কাতারে মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০১৮, ০৪:৩৯ পিএম
ইউনিস খান-কোহলিদের কাতারে মুশফিক

ফাইল ছবি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে মুশফিকুর রহীমের ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা ইনিংস। এই ইনিংসটির আবার জায়গা হয়েছে ইতিহাসের পাতায়। মুশফিকের ১৪৪ রানের ইনিংসটি এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই কাতারে তাঁর ওপরে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানে ইউনিস খান।

মুশফিকের সেঞ্চুরিটি না হলে বাংলাদেশকে হয়তো ভুগতে হতো। তাঁর অনবদ্য ইনিংসটি বাংলাদেশকে ১৩৭ রানে জেতাতে বিরাট ভুমিকা রেখেছে। ২০১২ এশিয়া কাপে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি। এখনো পর্যন্ত এটিই এশিয়া কাপের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

 শ্রীলঙ্কায় ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ইউনিসের ১৪৪ রানের ইনিংসটিই স্থান পাচ্ছে এর পর। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের ইনিংসটি ১৪৪ রানের হলেও বল খেলার হিসাবে তিনি পিছিয়ে পড়েছেন ইউনিসের চেয়ে। মুশফিক ১৫০ বল খেললেও ইউনিস খেলেছিলেন ১২২ বল।

মুশফিকের ১৪৪ রানের ইনিংসটাকে অনেকেই সেরা বলে ঘোষণা দিচ্ছেন। মাশরাফি তো বলেই দিয়েছেন,এটি বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা ইনিংস। টুইট করে ভারতের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ লিখেছেন,‘ দারুণ এক জয় পেল বাংলাদেশ। লঙ্কানদের রীতিমতো উড়িয়েই দিয়েছে তারা। মুশফিকুর রহিমের ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!