বাংলাদেশকে অল-আউট করতে পাঁচ ওভারও লাগবে না : হাছান আলী!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০১:৩২ পিএম
বাংলাদেশকে অল-আউট করতে পাঁচ ওভারও লাগবে না : হাছান আলী!

ঢাকা : বাংলাদেশ শিবির কি চিন্তিত পাকিস্তানের বোলিং অ্যাটাক নিয়ে? হতেই পারে। এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলিং ইউনিট পাকিস্তানের। আমির, হাছান আলীসহ দুই স্পিনার যেকোন দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু সারা এশিয়া কাপ ধরে পাকিস্তানের বোলাররা একটুও জ্বলে উঠতে পারেননি। বলা হচ্ছে এই সুযোগটাই বাংলাদেশ নিতে চায়।

পাকিস্তান শিবির কি ভাবছে? তারা ভাবছে উলটো। গতকাল টিম হোটেলে হাছান আলী বললেন ,বাংলাদেশকে অল-আউট করতে আমার পাঁচ ওভার বলও করা লাগবে না।' কথাটি অবশ্যই হাসি ঠাট্টার ছলে বলা, তবুও এটাকে হুমকি হিসেবেই নিতে হবে বাংলাদেশকে। কারণ ছন্দ হারানো এই পাকিস্তানী বোলাররা যেকোন মুহূর্তে জ্বলে উঠতে পারে বাংলাদেশের বিরুদ্ধে।

বাংলাদেশের প্রধান কাজ হবে ওপেনিং স্ট্যান্ডটা ধরে রাখা। শুরু কে খেলবে তা নিয়ে সংশয় এখনও থাকলেও মোটামুটি গুঞ্জন এমন যে বাদ পড়েছেন শান্ত, দলে ঢুকবেন সৌম্য। এদিকে সৌম্যের একমাত্র সেঞ্চুরী তিন বছর আগে এই পাকিস্তানের সাথেই করায় মুখিয়ে আছেন তিনিও। স্মরণীয় এক প্রত্যাবর্তনের আশায় চেয়ে আছে বাংলাদেশ।

হাছান আলীর উক্তিটির মোক্ষম জবাব দেওয়া বাংলাদেশের দায়িত্ব!

সোনালীনিউজ/আরজে

Link copied!