হেরেও শেবাগ-লক্ষণদের কাছে সম্মান পাচ্ছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৮, ০৩:০২ পিএম
হেরেও শেবাগ-লক্ষণদের কাছে সম্মান পাচ্ছে বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশের আক্ষেপের নাম এশিয়া কাপ। ২০১২ ও ২০১৬ সালের পর ২০১৮। তিনটি এশিয়া কাপের ফাইনাল খেলল বাংলাদেশ। কিন্তু আরাধ্য সেই ট্রফিটি এখনও ছুঁয়ে দেখা হলো না। শুক্রবার ২২২ রান নিয়ে যেভাবে ভারতের ঘাম বের করেছিল বাংলাদেশ তাঁর জন্য ব্যাপক প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। ভারতীয় কিংবদন্তিরাও বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছে।

২০১০ সালে বাংলাদেশ সফরে এসে তাচ্ছিল্যের সুরে কথা বলেছিলেন বিরেন্দ্র শেবাগ। সেই থেকে তাঁর প্রতি বাংলাদেশিরা ভীষণ ক্ষেপা। কিন্তু পাকিস্তান এবং ফাইনালে দুর্দান্ত খেলায় বাংলাদেশের প্রশংসা করতে দ্বিধা করেননি শেবাগ। তিনি টুইটারে ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশকে নিয়ে লিখেছেন,‘ বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী ওরা আরও ভালো করবে।’

বরাবরই বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বসিত ভিভিএস লক্ষণ। তিনি আবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর। তাঁর দলে প্রথমে মোস্তাফিজুর রহমান এখন সাকিব আল হাসান খেলছেন। বাংলাদেশের লড়াকু মনোভাব ভীষণ মুগ্ধ করেছে লক্ষণকে,‘ এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবু দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই করেছে, হাল ছাড়েনি এবং নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়েছে-এ কারণে তাদের প্রতি, বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!