উইন্ডিজের সমতায় ফেরা না রোহিতদের সিরিজ জয়ের উৎসব?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৮, ১১:৫৮ এএম
উইন্ডিজের সমতায় ফেরা না রোহিতদের সিরিজ জয়ের উৎসব?

ঢাকা : ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় এসেছে। আজ মঙ্গলবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনৌতে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসের শহরে  জিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর রোহিত শর্মার দল। ২৪ বছর পর লখনৌয়ের নতুন স্টেডিয়ামে সিরিজ জিতে রোশনাই ছড়িয়ে দিতে তৈরি হচ্ছেন রোহিত-শিখর-রাহুল-কুলদীপরা।

তারকাহীন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে ভারতীয় টপ অর্ডার ব্যাটিং রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়। আজ তাই ব্রেথওয়েট, থমাসদের গতি সামলানোর চ্যালেঞ্জ শিখর-রোহিতদের সামনে। কিন্তু লখনৌয়ের নতুন স্টেডিয়ামের বাইশ গজ পেসার নয়, স্পিনারদের স্বাগত জানাচ্ছে।

পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন, উইকেটে ঘাস থাকলেও সেটা মরা ঘাস। তাই স্পিনাররা শুরু থেকেই সাহায্য পাবেন। সেক্ষেত্রে লো-স্কোরিং ম্যাচ হবে এখানে আশা করা যায়। নবাবের শহরেই সিরিজ জিততে কুলদীপের সঙ্গে প্রথম এগারোয় দেখা যেতে পারে যুবেন্দ্র চাহালকে। আবার প্রথম একাদশে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার। সেক্ষেত্রে বসতে হতে পারে উমেশ যাদবকে।

তবে বোলিং নয় ব্যাটিং চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। রোহিত-শিখরের থেকে শুরুতে বড় রান চাইছে থিঙ্কট্যাঙ্ক। রাহুল, মনীশ, ঋষভের ব্যাটেও রান চাই। ইডেনে ত্রাতার ভূমিকায় ছিলেন দীনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়া। একটা ম্যাচ নয়, ধারাবাহিকতা প্রয়োজন ক্রুনাল কিংবা কার্তিকের। আসলে যোগীর রাজ্যেই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের নিষ্পত্তি করতে মরিয়া রোহিতের দল।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!