সুখবর পেতে চলেছেন ‘নিষিদ্ধ’ সাব্বির

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ১০:১০ এএম
সুখবর পেতে চলেছেন ‘নিষিদ্ধ’ সাব্বির

ঢাকা: অনূর্ধ্ব-২৩ ইমার্জিং কাপে বাংলাদেশ যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল বিসিবির। অবশেষে পাকিস্তানে দল পাঠাবে বোর্ড। ইমার্জিং কাপ সামনে রেখে ২৩ খেলোয়াড়ের একটা তালিকা তৈরি করেছেন নির্বাচকেরা। এ তালিকায় আছেন এনামুল হক, তাসকিন আহমেদের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। দ্রুতই ১৫ জনের দল দেওয়া হবে।

এই দলে সুযোগ পেতে পারেন ‘ব্যাড বয়’ খ্যাত সাব্বির রহমানের। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যাঁকে ছয় মাস নিষিদ্ধ করেছে বিসিবি। নির্বাচকেরা তাই দ্বিধায়, সাব্বিরকে এসিসি ইমার্জিং কাপে রাখবেন কি রাখবেন না।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এটা নিয়ে একটু আলোচনা করতে হবে । ইমার্জিং কাপ এক প্রকার আন্তর্জাতিক টুর্নামেন্ট। এখানে বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে।’ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সাব্বির খেলতে চলেছেন।

সবশেষ জাতীয় লিগে অবশ্য ভালো করতে পারেননি সাব্বির। রাজশাহীর হয়ে ৬ ম্যাচে ৩১.৩৩ গড়ে করেছেন ১৮৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও বিশ্বকাপ দলে সাব্বিরের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নির্বাচকেরা তাই চাইছেন, নিষেধাজ্ঞার মধ্যেই ‘আন্তর্জাতিক মেজাজ’ থাকে এমন ম্যাচে তাঁকে খেলার সুযোগ তৈরি করে দেওয়া।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!