ওমরাহ করতে সৌদি আরব গেলেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০৫:০৩ পিএম
ওমরাহ করতে সৌদি আরব গেলেন তামিম

ফাইল ছবি

ঢাকা: আঙুলের চোট থেকে সেরে উঠেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে অনুশীলনও শুরু করেছিলেন তামিম ইকবাল। কিন্তু এর মধ্যেই আবার নতুন করে পাঁজরে চোট পেলেন। চট্টগ্রামে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাই খেলতে পারছেন না তামিম।

তাই মাঝে কিছুদিন সময় পাওয়াতে বাঁ-হাতী ওপেনার পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন। শনিবার (১৭ নভেম্বর) রাতে পবিত্র ওমরাহ্‌ হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এর আগে ২০১৫ ও ২০১৬ সালেও ওমরাহ্‌ পালন করেছেন তামিম।

জানা গেছে, ওমরাহতে তিনদিন সময় লাগবে তামিমের। সবকিছু ঠিক থাকলে ২০ তারিখ রাতেই দেশে ফিরে আসতে পারবেন তামিম। আর কোনো সমস্যা না হলে অনুশীলনে নামবেন। সেক্ষেত্রে ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ থাকছে তামিমের। অবশ্য তার আগে পাঁজরের চোট মুক্ত হওয়ার বিষয়টি থাকছেই।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!