‘শিশির’ প্রভাবে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৮, ১২:০৬ পিএম
‘শিশির’ প্রভাবে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘অঘোষিত ফাইনালে’ টস নামের ভাগ্য পরীক্ষায় শতভাগ পাশ করেছেন মাশরাফি বিন মর্তুজা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সন্ধ্যার পর শিশির পড়বে, সেটি মাথায় রেখে এই সিদ্ধান্ত নড়াইল এক্সপ্রেসের।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইমরুল কায়েসের পরিবর্তে একাদশে ঢুকে পড়েছেন মোহাম্মদ মিঠুন। আর পেসার রুবেল হোসেনের জায়গায়  সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে পেসার ওশান টমাসের জায়গায় খেলছেন ফ্যাবিয়ান অ্যালান।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্র্যাভো, মারলন স্যামুয়েলস, শেমরন হেটমায়ার, রোস্টন চেজ,  কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ফ্যাবিয়ান অ্যালান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!