পূর্বাচলে বিশ্বের সর্বাধুনিক স্টেডিয়ামের জন্য জমি পেল বিসিবি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০১৯, ০৯:৫১ পিএম
পূর্বাচলে বিশ্বের সর্বাধুনিক স্টেডিয়ামের জন্য জমি পেল বিসিবি

ছবি: সংগৃহীত

ঢাকা: ‌‌‘প্রতীকী মূল্যে জমি পেলে পূর্বাচলে দেশের সর্বাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করব’ এমন প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। এরইমধ্যে কাঙ্ক্ষিত সেই জমি পেয়ে গেছে বিসিবি। তাই আগামী তিন বছরের মধ্যেই বিশ্বের অত্যাধুনিক এই স্টেডিয়াম নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।  

শনিবার (২ ফেব্রুয়ারি) বিসিবি প্রধান জানান, স্টেডিয়াম নির্মাণের জন্য সরকার নাম মাত্র মূল্যে (মাত্র ১০ লাখ টাকায়) ৩৯.৪৯ একর জমি বরাদ্ধ দিয়েছে বিসিবিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘প্রথমে আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি (১০ লাখ টাকায়)। সেজন্য বোর্ড মিটিংয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি।’

দ্রুততম সময়ে আন্তর্জাতিকভাবে দরপত্র আহ্বানের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ঠিক করেছি পূর্বাচলের স্টেডিয়ামের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। সেটা মূলতঃ স্টেডিয়ামের নকশা এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব।’

 নাজমুল হাসান বলেন, ‘পুরো কাজটা করবে বিসিবি। আমরা নিজ খরচে নিজেদের মত করে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। এটা ক্যাপাসিটি বেশি হবে। এবং এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব। দর্শক ধারণ ক্ষমতা, ন্যুনতম ৫০ হাজার হবে। তার বেশিও হতে পারে। স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল, জিমনেশিয়াম- যা যা লাগে সবই নির্মাণ করা হবে।’

পূর্বাচলের স্টেডিয়ামের স্টেডিয়ামটি হবে বিশ্বমানের। থাকবে অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর ও আউটডোর মাঠ। এছাড়াও অতিথি দলের নিরাপত্তা আর যানজটের ব্যাপারটি মাথায় রেখে পাঁচতারা হোটেলও করবে বিসিবি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!