পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১২:৫১ পিএম
পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পক্ষে সৌরভ

ঢাকা: তাঁর নেতৃত্বেই ১৪ বছর পর পাকিস্তান সফরে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। ২০০৩-০৪ সালের যে পাকিস্তান সফর ছিল মৈত্রীর, নামকরণ হয়েছিল ‘দিল জিত লো’। সেই সৌরভ গাঙ্গুলী এখন চান, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন হোক।

পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। ভারতের বিভিন্ন ক্রিকেট কেন্দ্র থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার দাবিও তুলেছেন হরভজন সিংয়ের মতো ক্রিকেটারেরা। এবার তাদের সঙ্গে সুর মেলালেন সৌরভও। বুধবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সৌরভ বলেন, ‘পুলওয়ামায় গত সপ্তাহে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমি মনে করি, এই আক্রমণের পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট, হকি বা ফুটবল নয়, সব রকম সম্পর্কই ছিন্ন করা উচিত ভারতের।’       

বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করার দাবিও উঠেছে। যা নিয়ে সৌরভের মন্তব্য, ‘বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না খেলার যে দাবি উঠেছে, তার পেছনে আবেগটা আমি বুঝতে পারছি। এ ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কড়া হওয়া দরকার।’

হরভজনের মতো সৌরভও মনে করেন, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ না খেললে ভারতের কোনো ক্ষতি হবে না। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৩-২০০৪ সালে ভারতকে টেস্ট সিরিজ জেতানো সৌরভ বলেন, ‘এই বিশ্বকাপে দশটা দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তাই মনে হয়, একটা ম্যাচ না খেললে ভারতের কোনো সমস্যা হবে।’

ভারতীয় বোর্ডের কি এই ব্যাপারে কিছু করা উচিত? সৌরভের জবাব, ‘এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ কিছু অবশিষ্ট নেই। কোনো পদাধিকারী নেই যে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এর পরেও বলব, বোর্ডের উচিত কড়া সিদ্ধান্ত নেওয়া।’ সৌরভ এটাও মনে করিয়ে দিচ্ছেন, ‘ভারতকে ছাড়া আইসিসির পক্ষে বিশ্বকাপ করা কঠিন। কিন্তু এটাও দেখতে হবে, আইসিসিকে থামানোর ক্ষমতা ভারতের আছে কি না।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Link copied!