সবার আগে বিশ্বকাপের দেশে সরফরাজের পাকিস্তান

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৯:০৬ পিএম
সবার আগে বিশ্বকাপের দেশে সরফরাজের পাকিস্তান

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ শুরু হতে এখনও মাসখানেকেরও বেশি বাকি। এর মধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান। প্রথম দল হিসেবে তারা যাচ্ছে ইংল্যান্ডে। অবশ্য এর অন্য কারণও আছে। বিশ্বকাপের আগে স্বাগতিকদের সঙ্গে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।

মঙ্গলবার পাকিস্তান ছাড়ার আগে বেশ আত্মবিশ্বাসী শোনাল অধিনায়ক সরফরাজ ও কোচ মিকি আর্থারের কন্ঠ। দুজনই শিরোপা জয়ের কথা বলেছেন। সরফরাজ বলে গেলেন,‘দেখুন, ফেভারিট হিসেবে খেললে বাড়তি চাপ থাকে। খুব ভালো লাগছে এই ভেবে যে আমরা আন্ডারডগ হিসেবেই এবার বিশ্বকাপে অংশ নেব।  চাপমুক্ত হয়ে দলের ক্রিকেটাররা সেরাটা খেলতে প্রস্তুত।’

একই সুরে কথা বললেন কোচ মিকি আর্থার। তাঁর কথায়, ‘আমরা শুরুতে আমাদের নিজের খেলাটাই খেলতে চাই। দলে বাবর আজমের মতো ভালো মানের কিছু ক্রিকেটার রয়েছে। যারা লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরির ইনিংস খেলে দলকে এনে দিতে পারেন দারুণ জয়। বাবর আমাদের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে টপ অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করতে পারে। আমাদের দলে আছে দুই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো ব্যটসম্যান। তাদের অভিজ্ঞতা অবশ্যই ইংল্যান্ডে কাজে লাগবে।’

৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। এর আগে ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপের লড়াই। ১৬ জুন ম্যানচেস্টারে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Link copied!