ফাইনাল জিততে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৯, ১০:৩৬ পিএম
ফাইনাল জিততে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ঢাকা : টসে জিতে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুরুটা ভালো করতে পারেননি। ঘুরিয়ে ফিরিয়ে তিনি বেশ কয়েকজন বোলার ব্যবহার করেও সাফল্য পাননি।

বৃষ্টি শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ২০.১ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৩১ রান। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্্য নেমে এসেছে ২৪ ওভারে। ফের বৃষ্টি শুরু না হলে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে খেলা।

বৃষ্টির আগে কোনও উইকেট হারায়নি ক্যারিবীয়রা। এর ফলে ২৪ ওভারের ম্যাচে সুবিধাটা ওয়েস্ট ইন্ডিজই পাচ্ছে। যেহেতু প্রথম ওভার ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারের ম্যাচ মনে করে রান তুলেছে, ফলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এখন যত রানেই থামুক না কেন, বাংলাদেশের লক্ষ্যটা অবশ্যই তার চেয়ে অনেক বেশি হবে।

বৃষ্টির আগে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর সুনীল আমব্রিসের ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টি নামার আগে হোপ ৬৮ ও আমব্রিস ৫৯ রানে অপরাজিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, বৃষ্টির কারণে ফাইনাল স্থগিত হলে বাংলাদেশই শিরোপা পাবে। কারণ গ্রুপপর্বে তিনটি জয় নিয়ে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে ছিল।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Link copied!