বাবরের সেঞ্চুরির পরেও স্বস্তিতে নেই পাকিস্তান

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৪, ২০১৯, ১০:২৫ পিএম
বাবরের সেঞ্চুরির পরেও স্বস্তিতে নেই পাকিস্তান

ঢাকা: বিশ্বকাপ উত্তাপের আগে গা গরমের ম্যাচ শুরু হয়ে গেল। বৃহস্পতিবার (২৩ মে) ১০ অধিনায়ককে নিয়ে আইসিসি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

শুক্রবার (২৪ মে) থেকেই শুরু হয়ে গেল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। প্রত্যেকটি দলই দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

ব্রিস্টলে পাকিস্তান খেলছে আফগানিস্তানের বিপক্ষে। আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরির সৌজন্যে পাকিস্তান অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলেছে ২৬২ রান। এই রান তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই এগোচ্ছে আফগানিস্তান।

এ প্রতিবেদন লেখার সময় আফগানরা ১ উইকেটের বিনিময়ে তুলেছে ৯৬ রান। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন মোহাম্মদ শাহজাদ (২৩)। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন হযরতউল্লাহ জাজাই। ২৮ বলে আট চার আর দুই ছক্কায় খেলেছেন ৪৯ রানের ইনিংস।

এর আগে পাকিস্তানের ইনিংসে বড় অবদান রাখেন বাবর। ১০৮ বলে খেলেছেন ১১২ রানের ইনিংস। ১০ বাউন্ডারির বিপরীতে ছক্কা মেরেছেন দুটি। এছাড়া শোয়েব মালিক ৪৪, ইমাম-উল-হক ৩২, ফখর জামান ১৯ রান করেন। ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ২৭ রানে রশিদ খান এবং ৩৭ রানে ২টি করে উইকেট নিয়েছেন দৌলত জাদরান।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Link copied!