মুশফিকের অনিন্দ্য সুন্দর সেঞ্চুরি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০১৯, ১২:৫৫ এএম
মুশফিকের অনিন্দ্য সুন্দর সেঞ্চুরি

ছবি সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ৩৮১ রান তোলার পর অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ ভেঙে পড়বে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের লড়াকু সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডেতে ইতিহাসে সর্বোচ্চ স্কোর করেও ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে উইন্ডিজের বিপক্ষে করা ৩৩০ রান পেরিয়ে ৩৩৩ রান করেছে লাল সবুজ জার্সিধারীরা।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়েছেন মুশফিকুর রহিম। বিশ্বচ্যাম্পিয়নদের বোলিংকে শাসিয়ে ওয়ানডে ক্রিকেটে আরও একটি সেঞ্চুরি করেছেন মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারের ২১০তম ম্যাচে সপ্তম সেঞ্চুরি করেন তিনি। মুশফিকের সেঞ্চুরিটি ৯৭ বলে ৯টি চার ও একটি ছক্কায় সাজানো।

বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ঝড়ো ফিফটিতে ৩৩৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এর ফলে ৪৮ রানে হারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন মুশফিক। ৬৯ রান করেন মাহমুদউল্লাহ। এছাড়া ৬২ রান করেন তামিম ইকবাল। ৪১ রান করেন সাকিব।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Link copied!