মানুষের চাপে বন্দিদশায় মৃত্যু হল ‘লাদেনের’

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ১১:০৩ এএম
মানুষের চাপে বন্দিদশায় মৃত্যু হল ‘লাদেনের’

ঢাকা : গোয়ালপাড়া জেলায় মানুষের ওপর হামলা চালানোর কারণে পঁয়ত্রিশ বছর বয়সী হাতিটির নাম দেওয়া হয় ‘লাদেন’। অবশেষে ভারতের আসমের ওরাং জাতীয় উদ্যানে বন্দি অবস্থায় হাতি ‘লাদেন’ এর মৃত্যু হয়।

ওরাং জাতীয় উদ্যানের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, উদ্যানে আনার পর থেকে হাতিটি ভালোই ছিল। কিন্তু রবিবার সকালে হঠাৎ করেই তার মৃত্যু হয়।

এলাকার মানুষের চাপে পড়ে গত ১১ নভেম্বর গোয়ালপাড়া জেলার রংজুলি জঙ্গল থেকে চেতনানাশক দিয়ে হামলা করা হয় লাদেনকে। এলাকার বিজেপি বিধায়ক পদ্মা হাজারিকা, বনকর্মী ও পশু চিকিৎসকদের উপস্থিতিতে হাতিটিকে অজ্ঞান করা হয়। এরপর লাদেনকে আনা হয় ওরাং জাতীয় উদ্যানে। বন দফতর হাতিটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও মানুষের চাপে তা শেষ পর্যন্ত করা যায়নি।

কীভাবে বন্দিদশায় লাদেনের মৃত্যু হল তা তদন্ত করে দেখেছে বন দফতর। পশু চিকিৎসকদের একটি দলকে পাঠানো হয়েছে ওরাং জাতীয় উদ্যানে। সেখানেই তার দেহের ময়না তদন্ত হবে।

সোনালীনিউজ/এএস

Link copied!