জিহবা দিয়ে ছবি আঁকেন যে শিল্পী (ভিডিও)

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৬, ১২:৩৬ পিএম
জিহবা দিয়ে ছবি আঁকেন যে শিল্পী (ভিডিও)

ভারতের কেরালা অঙ্গরাজ্যের লর্ডস পাবলিক স্কুলের শিক্ষক তিনি। দুটো হাতই দিব্যি ভালো আছে লোকটার। অথচ ছবি আঁকার জন্য হাতের বদলে জিহবা ব্যবহার করেন। কোন রঙতুলির ধার তো ধারেনই না, বরং জিভে রং লাগিয়ে এঁকে চলছেন রবীন্দ্রনাথ, গান্ধীজিসহ অসংখ্য অনেকের ছবি। আর জিহবা দিয়ে ছবি আঁকার এ ব্যাতিক্রমী কৌশলের কারণে ভারত ছাড়িয়ে পৃথিবীর বিখ্যাত সব কাগজে ঠাঁই করে নিয়েছেন এ চিত্রকর।

আনি কে নামের এ শিল্পী এ পর্যন্ত এক হাজারের মতো ছবি এঁকেছেন, যার মধ্যে লিওনার্দো দা ভিঞ্চির আট ফুট চওড়া বিখ্যাত ছবিও আছে।

ভারতের ৩৫ বছর বয়সী এ শিল্পী একটি ছবি আঁকতে তিন থেকে চার দিন সময় নেন। জিহবার রং লাগিয়ে ক্যানভাসজুড়ে একটু একটু করে রং ছড়িয়ে যান তিনি। জিহবায় রং লাগানোতে মাথা ব্যাথাসহ নানা ধরনের শারীরক সমস্যারও মোকাবেলা করতে হয় আনি কে। কিন্তু তিনি সেসব পরোয়া করেন না। সূত্র : টাইমস, ডেইলি মেইল 

ভিডিও দেখুন : 

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!