লেবু দিয়ে মোবাইল চার্জ!

  • ফিচার ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৬, ১১:৪২ এএম
লেবু দিয়ে মোবাইল চার্জ!

এটা কি হতে পারে? একটা পাতি লেবু দিয়ে মোবাইল ফোন চার্জ? এটা যদি সত্যি হয় তবে তো কথাই নেই। সঙ্গে আর চার্জার রাখার দরকার থাকবে না, কোথাও গিয়ে প্লাগ পয়েন্ট খুঁজতে হবে না। ব্যাগে একটা পাতি লেবু রেখে দিলেই হল। যখন খুশি, যেখানে খুশি লেবু কেটে নিলেই হয়ে যাবে মোবাইল চার্জ।

আপনার স্মার্টফোনে এই ছিদ্রটি খেয়াল করেছেন নিশ্চয়ই? জানেন, কেন থাকে?
ইউটিউবে ভাইরাল এমনই এক ভিডিও। এক নয়, একাধিক ভিডিও। যেগুলিতে দাবি করা হচ্ছে, পাতি লেবু দিয়েই মোবাইল ফোনে চার্জিং সম্ভব। দেখে নিন সেইসব ভাইরাল ভিডিওর একটি।

দেখুন ভিডিও— 

 

Link copied!