ঢাকা: বাবার সঙ্গে ঝগড়া করে রেজার গিলে ফেলেন ছেলে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করা হয়েছে রেজর। সম্প্রতি এ ঘটনাটি ঘটে ভারতের দিল্লিতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অবসাদ ও আত্মহত্যা-প্রবণতায় ভুগছিলেন ২০ বছর বয়সী ওই তরুণ। সম্প্রতি বাবার সঙ্গে বাক-বিতন্ডার জেরে একটি রেজারকে দুই ভাগ করে গিলে ফেলেন তিনি। প্রথমে রেজারের ধারালো ব্লেডের অংশ এবং পরে হাতলের অংশ গিলে ফেলেন তিনি। পরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে বের করেন রেজর।
অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন ওই তরুণ। এখন তাকে মানসিক সমস্যার চিকিৎসার জন্য কাউন্সেলিং করতে পাঠানো হয়েছে। পারিবারিক সমস্যার কারণে তাঁর বাবাও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। এদিকে ছেলের প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।
হাসপাতালটির চিকিৎসক ডা. মিত্তল জানান, এই ধরনের সংকটজনক ক্ষেত্রে বাহ্যিক বস্তু যে শুধু শরীরের ভিতরে জমে তা নয়, এর সঙ্গে মানসিক একটা সমস্যাও থাকে। এই সমস্যা সমাধানের জন্য একইসঙ্গে একটি ভালো দক্ষ মেডিকেল টিম দরকার এবং রোগীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে অস্ত্রোপচার করা দরকার হয়।
ইউআর
আপনার মতামত লিখুন :