টাক সম্মেলন, টেকো মাথায় রশি টানাটানি (ভিডিও)

  • বিচিত্র-সংবাদ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১০:৫৬ এএম
টাক সম্মেলন, টেকো মাথায় রশি টানাটানি (ভিডিও)

ঢাকা: বিশ্বে নানা ধরণেরেই সম্মেলন হয়ে থাকে। যার প্রত্যেকটিরই লক্ষ্য থাকে। তবে টাক সম্মেলন। বিষয়টি হাস্যকর মনে হলেও এরই একটি লক্ষ্য রয়েছে। হ্যা সেই লক্ষ্য সামনে থেকেই জাপানে এ সম্মেলনের আয়োজন হয়ে থাকে

প্রতিবছরই একটি নির্দিষ্ট দিনে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় একটি আয়োজন হলো অংশগ্রহণকারীদের মধ্যে চলে অদ্ভুত রশি টানাটানি প্রতিযোগিতা।

প্রতিদ্বন্দ্বীরা তাদের মাথায় একটি সাকশন কাপ লাগায় যার একপ্রান্তে থাকে লাল পাতলা রশি। এরপর দুজন দুপাশ থেকে সেই রশি টানতে থাকেন।

'বল্ড মেন ক্লাব' বা কেশবিহীনদের এই ক্লাবটি প্রতিষ্ঠিতি হয়েছে ১৯৮৯ সালে। এর সদস্য সংখ্যা ৬৫। জাপানে টোকো লোকদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। সূত্র: বিবিসি।

ভিডিও:

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!