ঢাকা : আগামী তিন দিন দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার (০১ অক্টোবর) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
পিএস
আপনার মতামত লিখুন :