বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৯:১৩ এএম
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস

কার্তিক মাসের শুরু থেকেই সারা দেশে বৃষ্টির দেখা নেই। বরং দিনের পর দিন বেড়েই চলেছে তাপমাত্রা ও গরমের দাপট। এর মধ্যেই দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিষয়টি এখনো পর্যবেক্ষণে রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা নির্ভর করছে সাগরের পরিস্থিতির ওপর। মনসুন শেষ হওয়ায় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজ করছে। আজ বুধবার এটি কোথায় অতিক্রম করতে পারে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

এদিকে, ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক। তবে চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে সামান্য বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

চলমান গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। বৃষ্টি না হলে এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এম

Link copied!