আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের আট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব অঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আজ (৩০ অক্টোবর) থেকে আগামী ১ নভেম্বর পর্যন্ত দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশের তাপমাত্রা সামান্য কমে আসবে। বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি হতে পারে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
এছাড়া, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বরেও দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট বিভাগের বেশ কিছু স্থানেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বৃষ্টির কারণে কৃষকদের জন্য কিছু সুবিধা হতে পারে, তবে জনজীবনে সাময়িক অসুবিধা তৈরি হতে পারে।
দেশের বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাতের ফলে কৃষির জন্য উপকারী হলেও, শহরের মানুষদের জন্য কিছুটা অসুবিধা হতে পারে, বিশেষত পানির নিষ্কাশন ব্যবস্থা যেসব এলাকায় দুর্বল, সেখানে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এম
আপনার মতামত লিখুন :