বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি ও ভূমিধস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৭:৪৩ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি ও ভূমিধস

ফাইল ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

লঘুচাপের প্রভাবে আজ (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। স্থানীয়রা সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে আসার নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, নদী ও পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরানো এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

এসএইচ 

Link copied!