ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১০:০৪ এএম
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি শনিবার (২৯ নভেম্বর) সকালে আবারও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুগুণমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে ঢাকা আজ বিশ্বের তৃতীয় দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে। সকাল ৮টার পর প্রকাশিত সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয় ২৪৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।

ঢাকার বায়ুমানে সবচেয়ে বড় হুমকি হিসেবে সামনে এসেছে অতিসূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। আজ রাজধানীর বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত নিরাপদ মাত্রার প্রায় ৩৫ গুণ বেশি—যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণের মাত্রা পাওয়া গেছে মিরপুরের পল্লবীতে, যেখানে একিউআই স্কোর ছিল ৩০০–এর কাছাকাছি। মাত্র এক পয়েন্ট বাড়লেই এলাকাটি ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ে চলে যেত।

তালিকার পরবর্তী দূষিত এলাকাগুলো হলো গোড়ান (২৮২), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৬০), মিরপুর ইস্টার্ন হাউজিং (২৫৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৪) ও কল্যাণপুর (২০৭)। এসব এলাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মিসরের কায়রো (৩০০)। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৫৯)। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্ত (২৪২), ভারতের কলকাতা (২২২) ও পাকিস্তানের লাহোর (২১৪)। এসব শহরের বায়ুমানও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১- এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Link copied!