বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৫৩ এএম
বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়

ফাইল ছবি

দেশের বাতাসের মান দিনদিন আরো খারাপ হচ্ছে। আজ বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৩২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন দেশের দুইটি স্থানের বাতাস ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
 
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা এই সূচক থেকে জানা যায়।

এদিন দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গাজীপুরের কাপাসিয়ায়।

৩৫৪ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন রাজধানীর গোড়ান এলাকার বাতাসও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এখানে একিউআই স্কোর রয়েছে ৩৫০।
আজ ঢাকার দক্ষিণ পল্লবী (২৫৮), কল্যাণপুর (২৪৬), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৪৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৯) ও তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২১৭) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
 
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩১ গুণেরও বেশি রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এম

Link copied!