নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: জাতিসংঘে

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৬, ০৪:১৭ পিএম
নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বাংলাদেশের সরকার ও রাজনীতিতে শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বের অবস্থান তুলে ধরে বলেন, ‘এর প্রভাব তৃণমূল পর্যায়েও বিস্তার লাভ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে শিশুদের তুলনায় কন্যা শিশুরা উচ্চ হারে ফলাফল করছে। তাছাড়া নারী শিক্ষার অগ্রগতিতে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে কাজ করছে।’

স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘে আয়োজিত টেকসই উন্নয়ন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে নারীর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদানে গুরুত্বের উপর এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে নারী নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোমেন বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও সক্রীয় অংশগ্রহণ টেকসই উন্নয়নের ধারক ও বাহক।’
 
স্থায়ী প্রতিনিধি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ এছাড়া টেকসই উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!