কুড়িয়ে পাওয়া নবজাতক হাসপাতালে

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০১৮, ০৩:০৩ পিএম
কুড়িয়ে পাওয়া নবজাতক হাসপাতালে

ঢাকা: রাজধানীর শেওড়াপাড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে কয়েকজন পথচারী যুবক। শনিবার (২৬ মে) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ার গ্রিন ইউনিভার্সিটির সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ফুটফুটে এই শিশুটির হাসি কিংবা কান্না, কোনোকিছুই যেন কাছে টানতে পারলো না তার নিষ্ঠুর স্বজনদের। তাই পৃথিবীতে আসার পরেই ঠাঁই হলো রাস্তার ধারে। 

রাজধানীর শেওড়া পাড়ার মেট্রোরেলের ঘেরাওয়ের মধ্যে এই ছেলে সন্তানটিকে ফেলে রেখে চলে যায় কে বা কারা। পরে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে খবর দেয় পুলিশকে।

পুলিশের সহযোগিতায় রাত ৯টার দিকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নবজাতকের উদ্ধারকারী টিটু বড়ুয়া জানান, ছেলেটি একদম ফ্রেশ ছিল। কোনো আঘাত ছিলো না তার গায়ে। মাত্র চারপাঁচ দিনের বাচ্চা, খুব খারাপ লেগেছে আমার।

বর্তমানে শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Link copied!