• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতারে স্থানীয় সংস্কৃতি-কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে হবে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২১, ০৬:০৭ পিএম
বেতারে স্থানীয় সংস্কৃতি-কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে হবে

ফাইল ছবি

ঢাকা: স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে বেতারকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, কক্সবাজার বেতার আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে। করোনাকাল পার হলেই শিল্পী সম্মানি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বেতারের অনিয়মিত শিল্পীদের কিছু সমস্যার কথা জেনেছি এসব বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ড. হাছান মাহমুদ কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে পৌঁছালে বেতারের কর্মকর্তা, কলাকুশলি ও শিল্পীরা মন্ত্রীকে বরণ করেন। এ সময় তিনি এক মতবিনিময় সভা শেষে বেতার ভবন ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন।

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!