• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সকালে সন্তান জন্ম, বিকেলে করোনায় মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২১, ০৮:১৯ পিএম
সকালে সন্তান জন্ম, বিকেলে করোনায় মৃত্যু

ঢাকা: এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।তবে নিয়তির বিধান পাল্টানোর উপায় তো নেই জানা...।প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা।রাজধানীর ইমপালস হাসপাতালে মৃত্যুর কয়েক ঘন্টায় আগেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিফাতের যমজ দুটো সন্তান রয়েছে।তাদের বয়স প্রায় দুই বছর।

রিফাতের পরিবার

৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম সাংবাদিকদের বলেন, ‘বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এটি একবোরেই অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সকালে তার সন্তানের জন্ম হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।’

প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি আছেন। রিফাতের এমন মৃত্যুতে পরিবার শুধু নয়, তার সহকর্মীরাও শোকাহত। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!