• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিফকেসবন্দী ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল হচ্ছে


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:১৯ পিএম
ব্রিফকেসবন্দী ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল হচ্ছে

ঢাকা: ব্রিফকেসবন্দী ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এতথ্য জানিয়েছেন।একইসঙ্গে নতুন আরও পত্রিকার ডিক্লারেশন দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। 

জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, ‘২১০টি পত্রিকা, মূলত ব্রিফকেসবন্দী; যেগুলো আসলে ছাপা হয় না, মাঝেমধ্যে হঠাৎ ছাপানো হয়; পত্রিকাগুলো আমি বন্ধের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।’

‘ডিক্লারেশন নিয়ে তারা পত্রিকা চালায় না, বিজ্ঞাপন নেওয়ার জন্য পত্রিকা ছাপায়। নিউজ প্রিন্টের যে কোটা আছে, সেটা নিয়ে তা বিক্রির জন্য ডিক্লারেশন নিয়েছে। তাদেরটা বাতিল হবে।’

গণমাধ্যম সমাজের দর্পণ– জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!