• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোটগ্রহণ চলছে বিএফইউজে নির্বাচনের


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৩, ২০২১, ১০:৫৬ এএম
ভোটগ্রহণ চলছে বিএফইউজে নির্বাচনের

ঢাকা : ভোটগ্রহণ চলছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ২০২১ নির্বাচনের।  শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়।

ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে একই সময়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ফেডারেল তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি- আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। মহাসচিব- আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান।

কোষাধ্যক্ষ- খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ। এ ছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯৮০ জন। নির্বাচন অনুষ্ঠানে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!