• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনভিত্তিক নিউজপোর্টাল নিয়ে যে পরিপত্র জারি করল সরকার


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২২, ১২:৩৬ পিএম
অনলাইনভিত্তিক নিউজপোর্টাল নিয়ে যে পরিপত্র জারি করল সরকার

ফাইল ছবি

ঢাকা : সরকারের অনুমোদ সাপেক্ষে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে তথ্য মন্ত্রণালয়। গত ৩০ ডিসেম্বর মন্ত্রণালয়ের প্রেস-১ শাখার উপ সচিব দেলোয়ার হোসেন এই পরিপত্র জারি করে। 

পরিপত্রে বলা হয়, তথ্য ও সম্প্রচার কর্তৃক প্রণীত জাতীয় গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশে নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) হতে ডেমেইন গ্রহণপূর্বক অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছেন। এতে অধিকাংশ ক্ষেত্রে ভূল, অসত্য ও ভিত্তিহীন তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। পলে বহিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

অনলাইন নিউজপোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিতে হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!