• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাস্টার মিডিয়ার আনন্দঘন আয়োজন, ক্রেস্ট ও সম্মাননা অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৮:০৫ পিএম
মাস্টার মিডিয়ার আনন্দঘন আয়োজন, ক্রেস্ট ও সম্মাননা অনুষ্ঠান

ঢাকা: গণমাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পরিচালিত মাস্টার মিডিয়া ইনস্টিটিউটের সদনপত্র বিতরণ ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে একটি হলরুমে শিক্ষার্থীদের সদনপত্র বিতরণ ও সম্মানা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। বেশ কয়েকজন সংবাদ কর্মী ও সংবাদ উপস্থাপকে দেয়া হয় সম্মাননা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএস ফার্মা ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং দি রেডিসান ল্যাবরটরিজ লিমিটিডের চেয়ারম্যান মাহমুদুল হাসান গাজ্জালী তালুকদার। তিনি বলেন, মাস্টার মিডিয়া একটি প্রতিষ্ঠান, একটি আস্থার জায়গা। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সব সময় তাদের পাশে থাকার প্রত্যয় জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কবি সাবিত সারওয়ার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, সংবাদ উপস্থাপনা একটি শিল্প। এই শিল্পের চর্চার বিকল্প নেই। সুতরাং লালিত স্বপ্ন পূরণে সবার আগে জরুরি অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুতি করা। শুদ্ধ উচ্চারণ, চমৎকার বাচনভঙ্গি ও সংবাদ সহায়ক মানসিকতা লালনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণ সম্ভব।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের সিনিয়র সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিব্বির এবং এটিএন বাংলার সিনিয়র সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপিকা ডা. ফাতিহা শাফীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, মাস্টার মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম সুমন। 

তিনি বলেন, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমসহ দেশে সেক্টরে মাস্টার মিডিয়ার অন্তত ২শ; শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে তাদের কারিয়ার গড়তে সফল হয়েছেন। 

আমাদের আন্তরিক প্রয়াসে এই পরিসর আরও বাড়বে এবং ভবিষ্যতে মাস্টার মিডিয়া একটি স্বীকৃত প্রাতিষ্ঠানিক হিসেবে জাতীয় পর্যায়ে আলো ছড়াবে। খুব শীঘ্রই প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সেই লক্ষ্যেই কাজ করছে মাস্টার মিডিয়া ইনস্টিটিউট। 

কবিতা, গান ও স্মৃতিচারণসহ নানা আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো হলরুম। অনুষ্ঠান পরিচালনা করেন নীলা ইসলাম ও মাহমুদুর রহমান পিয়াম। অনুষ্ঠান শেষে সবার হাতে সনদপত্র তুলে দেন অমন্ত্রিত অতিথিরা। প্রশিক্ষকদের দেয়া হয় সম্মাননা ক্রেস্ট।

এআর

Wordbridge School
Link copied!