ছবি : সংগৃহীত
ঢাকা: রাজনীতি, প্রশাসন, বিচার ও নির্বাচন কমিশন–বিষয়ক সাংবাদিকতায় নগদ–ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি। এ নিয়ে তিনি রেকর্ড ১২ বার ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। হয়। গত বছরের ১৭ থেকে ২১ অক্টোবর সমকালে প্রকাশিত ‘বিচার বিভাগের সংকট’ শীর্ষক পাঁচ পর্বের প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ পুরস্কার প্রদান করা
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান ও দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল। চলতি বছর ২৪ ক্যাটাগরিতে ২৭ জনকে সাংবাদিককে পুরস্কৃত করা হয়। এরমধ্যে তিনটি ক্যাটগরিতে ৬ জন যৌথভাবে পুরস্কৃত হন। পদকপ্রাপ্তদের ক্রেস্ট, ৫০ হাজার টাকার চেক এবং সনদ প্রদান করা হয়।
গত অক্টোবরে প্রকাশিত পাঁচ পর্বের সিরিজটিতে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ, অনিয়ম–দুর্নীতি, মামলার জট, বাজেট প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নের সীমাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যা তুলে ধরা হয়। এসব ইস্যুতে বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সংকটের নেপথ্যের নানা বিষয় প্রতিবেদনে স্থান পায়।
প্রায় দেড় যুগের বেশি সাংবাদিকতায় আবু সালেহ রনি এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ে দুইবার করে ‘বজলুর রহমান স্মৃতি পদক’ এবং দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) পদক পেয়েছেন। আইন ও বিচার, নারী ও শিশু, সংস্কৃতি–সহ বিভিন্ন বিষয়ে তিনি আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
পিএস







































