• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইসি’র সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে সমন


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০১৬, ০১:৫২ পিএম
ডিএসইসি’র সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে সমন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সংগঠন থেকে অবৈধভাবে বহিস্কারের অভিযোগে সংগঠনটির সভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

গত ১৮ জানুয়ারি কোনো কারণ দর্শানো ছাড়াই ডিএসইসির নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করা হয় মর্মে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনের দফতর সম্পাদক আবু কাউছার খোকন। 

এরই প্রেক্ষিতে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালত, ঢাকা বরাবর মামলা দায়ের করেন। ফলে সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক ১২ মে ডিএসইসির সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৩০ মে বিবাদীদের উপস্থিত থাকতে আদেশ দিয়েছে আদালত।

মামলার বিবাদীরা হলেন সভাপতি নাছিমা আক্তার সোমা, যুগ্ম সম্পাদক মুক্তাদির অনিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, সদস্য আনজুমান আরা শিল্পী ও নাসির উদ্দীন বুলবুল।

আদালতে বাদী আবুল কালাম আজাদের পক্ষে লড়ছেন অ্যাডভোকেট এ এস এম শেরিফ নেওয়াজ ও এন এম সাদিকুল বারী।

সোনালীনিউজ/ঢাকা/ জেডআরসি

Wordbridge School
Link copied!