• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রফিক উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২০, ০১:২৪ পিএম
রফিক উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা হয়। এরপর তার মরদেহ পল্টনে বাসভবনে নিয়ে যাওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানিয়েছেন, পল্টনের বাসভবন থেকে মরহুমের মরদেহ বায়তুল মোকাররম মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় সুপ্রিম কোর্টে তৃতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ব্যারিস্টার রফিক উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ২০ অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!