• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানীতে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক উল হক


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২০, ০৩:৩১ পিএম
বনানীতে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক উল হক

ঢাকা: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের দ্বিতীয় ও তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন আইনজীবী, স্বজনসহ সর্বস্তরের মানুষ। 

এরপর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মরহুমের তৃতীয় জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে নেয়া হয়েছে। 

এর আগে সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ব্যারিস্টার রফিকের প্রথম জানাজা সম্পন্ন হয়। এদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল খ্যাতিমান এই আইনজীবী।

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন এই সিনিয়র আইনজীবী।

গত শনিবার তিনি কিছুটা সুস্থ বোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু দুপুরের পরপরই ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এর আগে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জানা গেছে, রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।    

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!