• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলে দুদকের চিঠি


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ৩০, ২০২০, ০৬:৩৭ পিএম
পি কে হালদারকে ফেরাতে ইন্টারপোলে দুদকের চিঠি

ফাইল ছবি

ঢাকা : সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক প্রশান্ত কুমারের বিষয়ে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে দুদক। দুদকের আইনজীবী বলেন এখন সব প্রক্রিয়া মেনে পি কে হালদারের বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে ইন্টারপোল।
 
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

গেলো ২৮ জুন দেশে আসার ইচ্ছা প্রকাশ করেন পিকে হালদার। পরে হাইকোর্ট দেশে আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই পিছটান দেন পিকে হালদার। এরপর পি কে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়।

আগামী ২ ডিসেম্বর হাইকোর্টে পি কে হালদারের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!